‘ঠ্যাস করে শব্দ হইল, পরে দেখি আমি হাসপাতালে’
‘তারাগঞ্জ পার হয়া আসি, গাড়ি ঢোলাঢুলি (দুলছিল) শুরু করি দেইল। এ্যাপাকে (এদিকে) একবার যায়, ওপাকে (ওদিকে) একবার যায়, হামরা চিল্লাচিল্লি করি, কইসি ওস্তাদ এমন করি গাড়ি চালান ক্যা, এই কথা কইতে কইতে গাড়ি ঠ্যাস করি শব্দ হইল আর কিছু কইতে পারি না, সকালে দেখি আমি হাসপাতালে।’ হাসপাতলের বেডে…